
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ফেরার জন্য মানুষের ঢল দেখা গেছে। ঈদের আনন্দের পর এখন কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকা অভিমুখী মানুষ। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ (৫ এপ্রিল) শনিবার বাস, ট্রেন এবং লঞ্চ স্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।
কিছু কিছু অফিসে কর্মরতরা তাদের ঈদের ছুটি শেষ না হলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন। এতে করে ঢাকার সড়কগুলো আরও বেশি যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার প্রথম কর্মদিবস। সে হিসাবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।