ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

0
21
দুই নারী
ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে।

যে দুই সাংবাদিককে সাজা দেওয়া হয়েছে তারা হলেন— নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী। তাদের আইনজীবী জানিয়েছেন— আদেশ অনুযায়ী তাদের মোট সাজার চল্লিশ ভাগের বা এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে।

আইনজীবী আরও জানিয়েছেন— বাকি সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকবে।

সূত্র : এএফপি