ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে হামলা চালালো যুক্তরাষ্ট্র

0
31
নির্বাচনি লড়াইয়ে
শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকবেন বাইডেন

বাইডেনের শপথ গ্রহণের দেড় মাসের মধ্যেই সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন অফিস জানিয়েছে, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এই হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিৎ। তোমরা দায়সারা আচরণ করতে পারবে না। সাবধান হও!’

এছাড়াও ,বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি এই হামলাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মার্কিনীদের রক্ষার্থে বাইডেন কাজ করছে এবং যখন কিছু হুমকিস্বরূপ মনে হবে তাতে তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।