ইমরান খানকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে আল্টিমেটাম

0
10
ইমরান খান
ইমরান খানকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে আল্টিমেটাম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছে তার দলের কর্মীরা। পাঞ্জাবে বিশাল সমাবেশ থেকে তারা এই আল্টিমেটাম দেয়।

সাঞ্জজানি এলাকায় হওয়া সমাবেশে খাইবার পাকতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরি আল্টিমেটামটি ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরি বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আইনগত-ভাবে মুক্তি দেয়া না হলে আমরা তাকে নিজেরাই মুক্ত করব।’

পাকিস্তানের ফেডারেল রাজধানীতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই সমাবেশ হয়। নানা প্রতিবন্ধকতার মধ্যেই ইমরানের সমর্থকেরা ছুটে আসে সেখানে।

খবর: দ্য ডন