এবার সাফ জানিয়ে দিলো যমুনা গ্রুপ ‘ইভ্যালিতে কোনো বিনিয়োগ করবে না তারা’। ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালিতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিলেও সিদ্ধান্ত থেকে ফিরে আসে যমুনা গ্রুপ।
সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম। এসময় তিনি জানান, যমুনা গ্রুপ নিজেরাই ই-কমার্স প্রতিষ্ঠান খুলবে।
এর আগে, গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়। এমন বিনিয়োগকে স্বাগত জানিয়েছিলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
বিভিন্ন সূত্রের খবর, একটি পক্ষ যমুনা গ্রুপকে ‘ভুল’ বুঝিয়ে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছিল। এমন প্রতিষ্ঠানে বিনিয়োগে যমুনা গ্রুপের ‘রেপুটেশন’ ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে ইভ্যালিতে বিনিয়োগ করা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যমুনা গ্রুপ। অবশ্য এখন পর্যন্ত যমুনা গ্রুপ একটি টাকাও বিনিয়োগ করেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।