শুক্রবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতের পর থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় চারবার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রতিটি ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২।
সংস্থাটি জানায়, এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা নেই।