ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৬

0
30
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৮
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৮

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ৪৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে।

সোমবার পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়েছে।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি। দুর্যোগ সংস্থা বিএনপিবি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ৪৬ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছে।