রুশ বাহিনী ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য বাহিরের দেশ থেকে লোক নিয়োগ দিচ্ছে এমন গুজব শুনে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ইথিওপিয়ানর বহু মানুষ রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে ভিড় করছেন।
ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ইথিওপিয়ানরা উৎসাহিত হলেও একরাশ হতাশাই উপহার দিয়েছে রাশিয়ার দূতাবাস। দূতাবাসের মুখপাত্র মারিয়া চেরনুখিনা বলেছেন, ইথিওপিয়ায় কোনো নিয়োগ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে না।
বিবিসিকে তিনি জানান, ‘রাশিয়ার প্রতি সমর্থন প্রকাশ করার জন্য আমাদের দূতাবাসে প্রচুর মানুষ আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে, তারা যেকোনো উপায়ে রাশিয়াকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু আমরা রিক্রুটিং এজেন্সি নই।’
বিবিসি বলছে, রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক ইথিওপিয়ানদের অনেকেই তাদের ব্যক্তিগত নথিপত্র নিয়ে দূতাবাসে হাজির হচ্ছেন। কেউ কেউ বলছেন, তারা রাশিয়ায় উচ্চ মজুরিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে গুজব শুনেছেন।
আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের প্রবেশদ্বারে অপেক্ষমাণ এক যুবক বিবিসিকে বলেন, তিনি সৈনিক হিসেবে ভালো বেতন বা অন্য যে কোনো কাজে নিয়োগের জন্য চাকরি খুঁজছেন। তিনি বলেন, ‘আমি রাশিয়াকেও পছন্দ করি।’