ইতালি ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা

0
39

প্রায় পাঁচ বছর পর বড় কোন টুর্নামেন্টে রাজকীয় প্রত্যাবর্তন হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন  ইতালির। উয়েফা ইউরোয় ঘরের মাঠে তুরস্ককে হারিয়ে আসরের শুভসূচনা করলো রবার্তো মানচিনির দল। 

পর্দা উঠেছে ইউরো-২০২০ এর। শুক্রবার দিবাগত রাতে উদ্বোধনী দিনে স্টাডিও অলিম্পিকোতে মুখোমুখি হয় তুরস্কা ও ইতালি। উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ইতালি।

অবশ্য ইতালিতে ইউরোতে এসেছে টানা ২৭ম্যাচ অপরাজিত থেকে। সেই ধারা তারা আজও যথারীতি বজায় রেখেছে। পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর খেই হারায় তুরস্ক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে একে একে তিনটি গোল দেয় ইতালি।

বিরতির পর পরই ইতালির ডমোনিকো বারার্দির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন তুরস্কের মেরিহ দেমিরাল। ম্যাচের বয়স তখন ছিল ৪৬ মিনিট।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির কিরো ইমমোবিল। এ সময় তুরস্কের গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে জড়ান তিনি। আর ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিগনি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১৬ জুন তুরস্ক মুখোমুখি হবে ওয়েলসের। আর ইতালি লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।