ইতালির কাছে হারলেও, এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে ওয়েলস

0
36

প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ইতালি। রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমের স্তাদিও অলিম্পিকোয় ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলের জয় পেয়েছে ইতালি। ইতালির কাছে হারলেও, এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

অন্যদিকে তুরস্ককে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড। রাতে গ্রুপের আরেক ম্যাচে বাকু অলিম্পিক স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড।

ওয়েলসের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে সুইজারল্যান্ড। তুরস্ককে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইসরা। অন্যদিকে সবগুলো ম্যাচ হেরে শূন্য হাতে ফিরলো তুর্কিরা।