ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সামরিক জোট ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান পত্রিকার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
ন্যাটো মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারের কথা জোরালোভাবেই শুনতে পাচ্ছি।’ তবে ক্রেমলিনের মিথ্যাচারে সবকিছু বিচার বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন স্টোলটেনবার্গ।
ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া
তিনি আরও বলেন, ‘তারা (রাশিয়া) নানা রকম মিথ্যা দাবি করছে। আমাদের সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে, রাশিয়া এই মিথ্যাচারের মধ্যেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে। এমন করলে তা হবে যুদ্ধাপরাধ।
এসময় ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনের জনগণ সাহসের সাথে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করছে। সামনের দিন আরও কঠিন হতে পারে।