যুদ্ধের শুরু থেকে ৩১,২৫০ রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আন্তজার্তিক সংবাদ সংস্থা ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর আরও দাবি, এই সময়ে রাশিয়া হারিয়েছে এক হাজার ৩৮৬ ট্যাংক, তিন হাজার ৪০০ সাঁজোয়া যান, ৬৯০ আর্টিলারি সিস্টেম, ২০৯ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৫৫১ ক্রুজ মিসাইলস, ৯৬ এয়ার ডিফেন্স সিস্টেম, ২১১ বিমান, ১৭৬ হেলিকপ্টার এবং ১৩টি জাহাজ ও নৌযান।
তবে ইউক্রেনীয় বাহিনীর এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।