ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত রাশিয়ার ১৪ হাজারের বেশি সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক প্রধান। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ রুশ সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ফেসবুক পোস্টে জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৪০০ রাশিয়ান সেনা নিহত হয়েছেন। এছাড়াও রাশিয়া তাদের অসংখ্য সামরিক সরঞ্জামও হারিয়েছে। রুশ বাহিনী তাদের ৬০টি ট্যাঙ্ক, সৈন্য বহনকারী ১ হাজার ৪৭০টি যান এবং ১০০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া রাশিয়ান বাহিনীর পাঁচজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন বলেও ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়। যাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ সবচেয়ে সিনিয়র রাশিয়ান কমান্ডার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, সিরিয়া, আফগানিস্তান ও চেচনিয়ায় যত রাশিয়ান সেনা মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে ইউক্রেনে।
জেলেনস্কি মার্কিন কংগ্রেসে দেয়া এক ভার্চুয়াল ভাষণে জানিয়েছেন, ইউক্রেনের বর্তমান অবস্থা পার্ল হারবার ও নাইন ইলেভেনের মতো দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও সাহায্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধে প্রায় ৭ হাজার রুশ সেনা নিহত ও ১৪ থেকে ২১ হাজারের বেশি আহত হয়েছে।