ইউক্রেন যাওয়ার কোনো সম্ভাবনা নেই

0
44
ইউক্রেন যাওয়ার কোনো সম্ভাবনা নেই
ইউক্রেন যাওয়ার কোনো সম্ভাবনা নেই

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউরোপ সফরে তার ইউক্রেন যাওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে ইউরোপ সফর শুরু করবেন বাইডেন।

ইউরোপ সফরকালে তার ইউক্রেন যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে বাইডেন প্রথমে বলেন, এটা কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। এরপর বাইডেন বলেন, এই সফরে এ ধরনের কোনো সম্ভাবনা নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, তবে সপ্তাহব্যাপী ছুটি উদযাপন চলাকালে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় এ ধরনের সম্ভাবনা তাকে তাড়িত করতে পারে।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সপ্তাহে কমপক্ষে চারবার তিনি জেলেনস্কির সাথে কথা বলেন।