ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়া বোমা হামলা

0
49
ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়া বোমা হামলা
ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়া বোমা হামলা

ইউক্রেনের শিশু হাসপাতালে বোমার পর আবার ‘নো ফ্লাই জোনের’ দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। পূর্ব ইউরোপের ওই দেশটির মারিউপোল শহরে অবস্থিত ওই হাসপাতালে হামলায় ১৭ জন আহত হয়েছেন। এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, ‘‘নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।’’ তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘‘আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।’’

যুক্তরাষ্ট্র ও অন্য নেটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে। রুশ বোমা হামলায় হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় জানান। ইউক্রেনের একজন এমপিও এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

এদিকে চেরনিহিভে বোমার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত হওয়া উচিত, বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সপ্তাহে ইউক্রেনের চেরনিহিভ শহরে খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ওপর বিমান হামলার ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করে দেখা উচিত।

ওই আক্রমণে বহু লোক নিহত হয়। আন্তর্জাতিক এই মানবাধিকার গ্রুপটি এই হামলাকে এক নির্দয় ও বেপরোয়া আক্রমণ বলে উল্লেখ করেছে। তারা বলছে, ভিডিও ফুটেজে দেখা গেছে আশেপাশের কোথাও সামরিক স্থাপনা ছিল না। কিন্তু তা সত্বেও সেখানে অল্প কিছু সময়ের মধ্যে আটটি বোমা ফেলা হয়।