
দুই দশক পর ইউরো ও বিশ্বকাপ খেলতে এসে আজ চমক দিল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হারলেও হ্যারি কেনের ইংল্যান্ডকে রুখে দিয়ে গ্রুপ ডি-র লড়াই জমিয়ে দিল অ্যান্ড্রু রবার্টসনের নেতৃত্বাধীন দল।
১৮৭২ সালে প্রথম আন্তর্জাতিক দ্বৈরথ বলে স্বীকৃত ইংল্যান্ড ও স্কটল্যান্ড পরস্পরের মুখোমুখি ফুটবলের ম্যাচটি। আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম দ্বৈরথের ১১৫তম সাক্ষাতটি ছিল এবারের ইউরোতে।।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার ইউরোর গ্রুপ ‘ডি’র ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। আর ড্র ম্যাচ থেকে স্কটিশরা তুলে নিল মূল্যবান ১টি পয়েন্ট। তবে ড্র সত্ত্বেও দুই দলেরই শেষ ষোলোর আশা টিকে রইলো।