
বলিউডের অন্যতম আলোচিত অ্যানিমাল সিনেমার দর্শকপ্রিয়তা ছিল শীর্ষে। আর এই সিনেমায় রণবীর কাপুরের অভিনয় ছিল সকলের প্রশংসনীয়। এই ছবির শেষেই পরিচালক সন্দীপ এই সিনেমার সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ সম্পর্কে নিশ্চিত করেছেন।
সম্প্রতি সন্দীপ রেড্ডি জানিয়েছেন কবে আসছে সেই ছবি। পরিচালক সাম্প্রতিক অ্যাওয়ার্ড শোতে এই আপডেটটি শেয়ার করেছেন।
সন্দীপ রেড্ডি সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি একটি পুরস্কারও পান। পুরস্কার গ্রহণ করার সময়, হোস্টরা তাঁকে রণবীর কাপুর-অভিনীত ‘অ্যানিমাল’ সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’ বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে তিনি জানান, ছবিটি ২০২৬ সালে ফ্লোরে যাবে।
তিনি আরও বলেন, ‘অ্যানিমাল পার্ক’ আসলে ‘অ্যানিমাল’-এর চেয়ে বড় এবং আরও বন্য একটি সিনেমা হবে।


