আল্লু অর্জুনকে সকালে গ্রেপ্তার, সন্ধ্যায় জামিন

0
6
আল্লু অর্জুন
আল্লু অর্জুনকে সকালে গ্রেপ্তার, সন্ধ্যায় জামিন

ভারতের দক্ষিণী সিনেমার নামি অভিনেতা আল্লু অর্জুনকে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন। একই দিনে সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্চুর করে তেলেঙ্গানা হাইকোর্ট।

শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করেছিল চিক্কাদপল্লী থানার পুলিশ। মামলাটি ছিল নামপল্লী কোর্টে।

গ্রেপ্তার করার পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে। তারপরই আল্লুর পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়।

হিন্দুস্তান টাইমস এর তথ্যমতে, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে স্বামী এবং সন্তানের সঙ্গে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়।  এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.