আলো ছড়াবে উপস্থাপনায় চ্যাম্পিয়ন জয়া সাহা, রানার্সআপ মামুন ও অভিজিৎ, তৃতীয় স্থান রোজা

0
26
আলো ছড়াবে উপস্থাপনায়
আলো ছড়াবে উপস্থাপনায় চ্যাম্পিয়ন জয়া সাহা, রানার্সআপ মামুন ও অভিজিৎ, তৃতীয় স্থান রোজা

বাংলাদেশে এই প্রথমবারের মতো মমতাজ হারবাল প্রোডাক্টস নিবেদিত এনটিভির আয়োজনে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ চ্যাম্পিয়ন হয়েছেন জয়া সাহা। উপস্থাপক খোঁজার এ প্রতিযোগিতায় যৌথভাবে রানার্সআপ হয়েছেন মামুন রশিদ ও অভিজিৎ রায়। আয়োজনে তৃতীয় স্থান অধিকার করেছেন রোজা নাবিলা।

শুক্রবার (৫ এপ্রিল) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির তেজগাঁও স্টুডিওতে ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ প্রতিযোগিতার সমাপ্তি হয়।

সারাদেশ থেকে বাছাই করা ৭৫ জন প্রতিযোগীদের নিয়ে ১২টি পর্বে সাজানো হয় ব্যতিক্রমী এই ট্যালেন্ট হান্ট  প্রতিযোগিতাটি। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন ছয়জন প্রতিযোগী। এই প্রতিযোগীদের থেকে নির্বাচিত করা হয় সেরা তিনজনকে।

চ্যাম্পিয়ন জয়া সাহাকে পুরষ্কার তুলে দিচ্ছেন এনটিভির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মদদ আলী বিরানী,মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জয়া সাহাকে এক লাখ, রানার্সআপ মামুন-অভিজিৎকে ৭৫ হাজার এবং তৃতীয় হওয়া রোজা লাবিলার হাতে ৫০ হাজার টাকা পুরষ্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এনটিভির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ, মার্কেটিং বিভাগের প্রধান অঞ্জন কুমার কুন্ডু, মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মদদ আলী বিরানী।

আয়োজনে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস বাপ্পী ও ফারহানা নিশো। বাপ্পী-নিশো ছাড়াও প্রতি পর্বে অতিথি বিচারকের আসনেও দেখা গেছে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় সব ব্যক্তিত্বদের।

গ্রান্ড ফিনালে অতিথি বিচারক ছিলেন অপু বিশ্বাস। আগের পর্বগুলোতে ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, বর্তমান সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক ও মামনুন হাসান ইমন, দেশসেরা কোরিওগ্রাফার আজরা মাহমুদ, জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব শামীম আশরাফ চৌধুরী, উপস্থাপক অনজাম মাসুদ, টকশো উপস্থাপক শবনম আজিম, সংগীত পরিচালক শওকত আলী ইমন, পরিচালক তানভীর আহমেদ খান, দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।

এ দিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও ঝিলিক। ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নাচ পরিবেশন করেন হাসনাহেনা আঁখি আঁচল ও বারিশ হক।