আলোড়ন তুলেছে মৃদুলের উপন্যাস ’খালিদ-২: ওয়ার. রাইজ. প্রাইড

0
9

খালিদ-১ এর ব্যাপক সাফল্যের পর এবার বইমেলায় সাড়া ফেলেছে সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘খালিদ-২ : ওয়ার. রাইজ. প্রাইড’। ইসলামের ইতিহাসের অনন্য মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রা)-এর যুদ্ধজীবনের ওপর ভিত্তি করে রচিত ইতিহাস আশ্রিত উপন্যাস ”খালিদ” এর সিকুয়্যাল এটি।

এর আগে ২০২৩ সালে প্রকাশিত হয় এ উপন্যাসের প্রথম খণ্ড। এরইমধ্যে বোদ্ধা-পাঠকদের মহলে ব্যাপক সাড়া ফেলেছে বইটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বইটা পড়ার আগ্রহ প্রকাশ করছেন বহু পাঠক। গতবারের ধারাবহিকতায় খালিদ-২ প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী।

বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। ৪0৮ পৃষ্ঠার এ বইটির মলাট মূল্য রাখা হয়েছে ৮৫০ টাকা । বইমেলায় পাওয়া যাচ্ছে নালন্দা প্রকাশনীর ৩৩ নং প্যাভিলিয়নে।

খালিদ-২ নিয়ে মৃদুল বলেন- ”ভীষণ আনন্দিত। পাঠক গ্রহণ করেছেন বইটাকে। এ পর্যন্ত আমার করা সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ খালিদ। এটা একটা দীর্ঘকলেবরের উপন্যাস। যেখানে মহাবীর খালিদের গোটা যুদ্ধজীবনকে ধরার চেষ্টা করা হয়েছে। মোট তিন খণ্ডে শেষ হবে পুরো আখ্যান। এবার এসেছে দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের মতো এটাও পাঠক ভালোবেসে গ্রহণ করছেন, এটা নিশ্চয়ই ভালো লাগার।

খালিদের মতো একজন ব্যাক্তিকে নিয়ে উপন্যাস লেখা ছিল বিরাট চ্যালেঞ্জ। যেখানে চরিত্র হিসেবে স্বয়ং মহানবী (সা)-ও উপস্থিত আছেন। এজন্য এ কাহিনী লিখতে গিয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হয়েছে। ঘটনা ও তথ্য পরাম্পরা যেন সত্য বিচ্যুত না হয়, তার দিকে নজর রাখতে হয়েছে। ঐতিহাসিক বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যসমূহ যথেষ্ট যাচাই-বাছাই করে ব্যবহার করা হয়েছে এখানে।

সাধারণত সাহাবি খালিদকে নিয়ে, তার মহত্ব বা বীরত্ব নিয়ে যে ধরনের ধর্মীয় ভাবধারার গল্প সমাজে চালু আছে, তার বাইরে বেরিয়ে গল্পটাকে আমি বীররসে পূর্ণ একটি উৎকৃষ্ট সাহিত্যকর্মে রূপ দিতে চেষ্টা করেছি। বাংলা সাহিত্য অঙ্গনে অন্যান্য ধর্মের বিভিন্ন বীরযোদ্ধা ও বীরত্বগাথা নিয়ে বড় বড় কাজ হলেও ইসলামের ইতিহাসের দিকে কেউ সেভাবে ফিরে তাকায়নি। কেন এটা হয়েছে আমি জানি না। আমি চেষ্টা করেছি সেই অপূর্ণতার জায়গাটা পূর্ণ করতে। আমার বিশ্বাস খালিদ সেটা পারবে।”

খালিদসহ উপন্যাস, গল্প, কবিতা মিলিয়ে রবিউল করিম মৃদুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। এর আগে ৭৪-এর দুর্ভিক্ষের প্রেক্ষাপটে উপন্যাস ‘ঘানি’, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জলপাই রঙের কোট’ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক রাজনীতির প্রেক্ষাপটে ‘হত্যার শিল্পকলা’ লিখে পাঠকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

গত মেলায় সাড়া ফেলেছে তার ’জলমিশ্রি’ । মৃদুলের প্রকাশিত অন্যান্য বইগুলোর মধ্যে উপন্যাস ‘ফুলন’, ‘এখানে আকাশ নীল’, ‘শুভ্র কুসুম কৃষ্ণ কুসুম’, গল্পগ্রন্থ—‘নিষিদ্ধ গোলাব’, ‘রকস্টার’ এবং কবিতার বই ‘তোমার পায়ের নখে এত চাঁদ কেন’ অন্যতম।