‘আলাদিনের প্রদীপ’ ও ‘সিরাজগঞ্জশপ ডটকম’ ২২ কোটি টাকা নিয়ে উধাও

0
44
আলাদিনের প্রদীপ’ ও ‘সিরাজগঞ্জশপ ডটকম
আলাদিনের প্রদীপ’ ও ‘সিরাজগঞ্জশপ ডটকম

সিরাজগঞ্জ শপ ডটকম ও আলাদিনের প্রদীপ নামে ই-কমার্স প্রতিষ্ঠান খুলেই রাতারাতি আলাদিনের চেরাগ হাতে পেয়ে উধাও হয় সিরাজগঞ্জের কয়েক যুবক। তবে প্রতারণার জাল গোছাতে এখন অফিসে দিয়েছে তালা। এদিকে সিরাজগঞ্জ শপ ডটকম এর প্রতিষ্ঠাতা ও সিইও জুয়েল রানার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে প্রায় ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। ২২ কোটি টাকা নিয়ে উধাও।

ইভ্যালি ও ই-অরেঞ্জ এর মতো চটকদার বিজ্ঞাপন দিয়ে সিরাজগঞ্জের এই দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ ও পণ্যের অর্ডার করে অগ্রিম টাকা দিয়ে এখন বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। অভিযোগ রয়েছে, গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন প্রতিষ্ঠান দুটির কর্ণধারেরা, তালাবদ্ধ করে রাখা হয়েছে প্রতিষ্ঠানের অফিস। অনলাইন ব্যাংকিং নগদ’র মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অ্যাকাউন্ট বন্ধ থাকায় হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো ‘সিরাজগঞ্জশপ’ ও ‘আলাদিনের প্রদীপ’ প্রায় সোয়া চার লাখ অর্ডারের বিপরীতে অগ্রিম ২০৫ কোটি টাকা সংগ্রহ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের ‘কালো তালিকাভুক্ত’ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পণ্য প্রদান ও টাকা রিফান্ডের পরও প্রতিষ্ঠান দুটির কাছে এখনও গ্রাহকদের পাওনা প্রায় ২২ কোটি টাকা। বিপুল অঙ্কের এ অর্থ বকেয়া রেখে প্রতিষ্ঠান দুটির কর্ণধাররা আত্মগোপনে চলে গেছেন।