সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, এখন আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি। প্রযোজক-পরিচালক স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসলে পছন্দ হলে কাজ করব’।
গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘দিন; দ্য ডে’ ছবিটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
অনন্ত বলেন, ‘আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখে। তারা মনে করে আমি ইন্ডাস্ট্রির কেউ না। প্রযোজনা থেকে সরে এসে অভিনয় করলে হয়তো তারা আমাকে আপন মনে করবেন’।
অনন্ত জানান, তিনি চরিত্র হয়ে উঠতে গ্রুমিং করবেন। সামনে ‘নেত্রী-দ্য লিডার’র শুটিং করবেন অনন্ত। ছবিটিতে অভিনয়ের আগে গ্রুমিং করতে চান তিনি।
স্ত্রী বর্ষার সঙ্গেই সব ছবিতে অভিনয় করবেন কী না এমন প্রশ্নে অনন্ত বলেন, ‘সেটা তো অবশ্যই করবো। তবে তার সাথে অন্য নায়িকা থাকতে পারে’।