সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুন) টাঙ্গাইল জেলার মো. আব্দুল গফুর মিয়া (৬১) নামের ওই হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর BY0062202।
এ নিয়ে সৌদি আরবে এ বছর ৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন।
পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ২৪ দিনে বাংলাদেশ থেকে ৪৪ হাজার ২৩৩ জন সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ জুন) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়।