আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0
38
হজযাত্রীর মৃত্যু
চলতি বছর ১১৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৩৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এখন পর্যন্ত ২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)।

শনিবার রাত ৯টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার থেকে শুরু হবে মূল কার্যক্রম। তবে, আজ (রোববার) সন্ধ্যা থেকেই মানুষ মিনার উদ্দেশে যাবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে।