আমি মা হতে যাচ্ছিঃ মাহিয়া মাহি

0
67
 আমি মা হতে যাচ্ছিঃ মাহিয়া মাহি
 আমি মা হতে যাচ্ছিঃ মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি প্রথমবার মা হতে যাচ্ছেন ৷ গতকাল রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম  কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ’

সবার কাছে দোয়া চেয়ে মাহি আরো লেখেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মাহি এই খবর জানানোর পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেত্রী নিপুণসহ শোবিজ তারকারা।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷