![SL-112119-25250-40-[Converted]](https://oporazoya24.com/wp-content/uploads/2024/07/SL-112119-25250-40-Converted.jpg)
চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নেট দুনিয়ায় অস্থিরতা শুরু হয়েছে। এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।
বুধবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।
আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’