আবারো কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা

0
59
কাঁচা
ঢাকার বাজারে কাঁচা মরিচের ঝাঁজ

এক কেজি কাঁচা মরিচের দাম ৫০০ টাকা ছাড়িয়ে গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।

মরিচের দাম আবারো বেড়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতার অভিযোগ, আমদানিকৃত মরিচ বাজারে এলেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দেশী মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১৫০ টাকা বেড়ে গেছে।