কয়লা সংকটের কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের ‘রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র’।
গতকাল সকালে কয়লা না থাকায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে কয়লা আমদানির পর ৮ আগস্ট ফের চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিদ্যুৎ কেন্দ্রটির জন্য সর্বশেষ গত ১৩ জুলাই ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা।
ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে।
বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে জানান, কয়লা সংকটের কারণে গতকাল সকাল থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিদেশ থেকে কয়লা আমদানির পর আগামী ৮ আগস্ট ফের চালু করা সম্ভব হবে।