দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এসময় বাসা থেকে দুই তরুণীকেও আটক করা হয়। রহস্যজনক বাড়িটিতে অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত র্যাব গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে আশিষ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। ওই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা মিরপুর ডিওএইচএস। কিন্তু এই বাসাটি তিনি আত্মগোপনের জন্য ব্যবহার করছিলেন। অভিযানে বাসা থেকে ২৩ বোতল মদ, বেশ কিছু বিয়ার, সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দু’জন নারীকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘তার বাসায় আমরা দুই নারীকে পেয়েছি। তার পরিবার এখানে থাকেন না। দুই নারীর পরিচয় এবং কী উদ্দেশ্যে সেখানে ছিল, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।’
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আশিষ রায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করবো, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’
তবে যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেটা কার মালিকানাধীন তাৎক্ষণিক র্যাব জানতে পারেনি।