আজ শিল্পকলা পদক নেবেন ২০ গুণীজন

0
60
আজ শিল্পকলা পদক নেবেন ২০ গুণীজন
আজ শিল্পকলা পদক নেবেন ২০ গুণীজন আজ শিল্পকলা পদক নেবেন ২০ গুণীজন

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ২০১৯ ও ২০২০ সালের ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ গুণীজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাদের এ পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘করোনার কারণে ‘শিল্পকলা পদক’র অনুষ্ঠান স্থগিত থাকায় ২০১৯ ও ২০২০-এর পদক একসঙ্গে দেওয়া হবে। এবার ২০১৯ সালের ১০ জন ও ২০২০ সালের ১০ জনসহ মোট ২০ জন এ পদক পাবেন।’

২০১৯ সালের পদক পাচ্ছেন যারা

নাট্যকলায় মাসুদ আলী খান, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, চলচ্চিত্রে অনুপম হায়াৎ, নৃত্যকলায় লুবনা মারিয়াম, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য, যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান, ফটোগ্রাফিতে এমএ তাহের ও আবৃত্তিতে হাসান আরিফ। এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ছায়ানট পাচ্ছে এই পদক।

২০২০ সালের পদক পাচ্ছেন যারা

নাট্যকলায় মলয় ভৌমিক, কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, চলচ্চিত্রে শামীম আখতার, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, যন্ত্রসংগীতে মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপন ও আবৃত্তিতে ডালিয়া আহমেদ। এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে পদক পাচ্ছে দিনাজপুর নাট্য সমিতি।