আজ যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট

0
12
যুক্তরাজ্যে ভোট
আজ যুক্তরাজ্যে ভোট

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রায় দেড় যুগের শাসন ক্ষমতার অবসান ঘটিয়ে বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে বলে বেশ জোর আভাস পাওয়া যাচ্ছে। খবর এএফপির।

স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তবে ৩৫টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা মাত্র একজন করে।

গত দুই বছরের ঘটনাপ্রবাহ ও ছয় সপ্তাহের নির্বাচনি প্রচার প্রচারণায় দেখা গেছে, তার ডানপন্থি দলটি ব্যাপক পরাজয়ের মুখোমুখি হতে পারে। আর এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে পারেন ৬১ বছর বয়সী লেবার পার্টির কাইর স্টারমার।

ধারণা করা হচ্ছে, ২০০৫ সালের পর মধ্য-বামপন্থি লেবার পার্টি সাধারণ নির্বাচনে ঐতিহাসিক অনুপাতে বিজয়ী হতে চলেছে এবং সব ধরনের নির্বাচনি জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে, এটাই হতে যাচ্ছে দলটির সবচেয়ে বড় ব্যবধানের বিজয়।