আজ মহানবমী

0
59
আজ মহানবমী
আজ মহানবমী

শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ মঙ্গলবার মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি থাকবে।

পাঁচ দিনের দুর্গোৎসবের তৃতীয় দিনে সকাল ৯টা ৫৭ মিনিটে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ৫৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা।

রামকৃষ্ণ মিশন ও মঠসহ কয়েকটি পূজামণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের কিছুটা হেরফের ঘটে। সর্বত্র পূজা শেষে ভক্ত ও পূজারীরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নিয়েছেন। মহাষ্টমীর দিনে কুমারীপূজায় মানুষের ঢল নামে। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীর উপস্থিতিতে কুমারীপূজা উদযাপিত হয়েছে মহাসাড়ম্বরে।

করোনার কারণে গত দুই বছর কুমারীপূজা হয়নি।