আজ ১৫ ফেব্রুয়ারি। সুন্দর মনের অধিকারি দক্ষ এবং মেধাবী একজন মানুষ, oporazoya24.com এর সম্পাদক আব্দুস সাত্তার এর জন্মদিন। আব্দুস সাত্তার নরসিংদী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।সাংবাদিকতার পাসাপাশি তিনি মমতাজ হারবাল প্রোডাক্টসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুস সাত্তার আশির দশক থেকে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ছোটবেলা সাংস্কৃতিক ক্ষেত্র অবদান রেখেছেন। সাংবাদিকতা এর পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।
oporazoya24.com এর পক্ষ থেকে আব্দুস সাত্তার কে জন্মদিনের শুভেচ্ছা।