আজ ব্যাচেলর দিবস

0
48
ব্যাচেলর দিবস
আজ ব্যাচেলর দিবস

আজ ব্যাচেলর দিবস। এটি ইংরেজি বর্ষের ১১তম মাস এবং ১১ তারিখ। সব মিলিয়ে দাঁড়াল ১১/১১ মোট চারটি এক। প্রতিটি এক আসলে একক ব্যক্তির প্রতিনিধিস্বরূপ। তাই এই সকল দিক বিবেচনায় আজ বিশ্ব ব্যাচেলর দিবস।

১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়। আজ সারা বিশ্বে ব্যাচেলররা এই দিবসটি পালন করছে।

যারা এখনও বিয়ে করেননি দিবসটি শুধুই তাদের জন্য। এই দিনটি আনন্দ আয়োজনের সাথে সকল ব্যচেলর বন্ধুদের সাথে উদযাপন করুন।