আজ বিশ্ব মশা দিবস

0
70
আজ বিশ্ব মশা দিবস
আজ বিশ্ব মশা দিবস

আজ বিশ্ব মশা দিবস। ১৯৩০ সাল থেকে প্রতি বছরের ২০শে আগস্ট দিবসটি পালিত হয়ে আসছে। গত কয়েক বছরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে মানুষের মৃত্যু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

সারাদেশে এডিস মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৮ জন। পরদিন ১৭ আগস্ট ভর্তির সংখ্যা ছিল ৯৮। গত ১৮ আগস্ট ভর্তি হয়েছেন ৯৩ জন। চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

করোনার প্রকোপ কিছুটা কমলেও এ সময়ে ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতি মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর দুই সিটি করপোরেশন বিভিন্ন সময় অভিযান-চিরুনি অভিযান ও সচেতনতামূলক নানা কার্যক্রম হাতে নিলেও তা খুব একটা কাজে আসছে না।

প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হওয়ার খবর আসছে। এসব রোগীর সিংহভাগই রাজধানী ঢাকার। এ অবস্থার মধ্য দিয়ে আজ শনিবার পালিত হতে যাচ্ছে বিশ্ব মশক দিবস।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত মে মাসে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন ১৬৩ জন। জুন মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৩৭ জনে। জুলাই মাসে হয় ১ হাজার ৫৭১ জন। চলতি মাসের ১৮ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন।

জুনে মারা যান ১ জন। জুলাইয়ে ৯ জন। আগস্ট মাসে মারা গেছেন ৭ জন। ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৪ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৭৬ জন। এছাড়া গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৮১ জনই রাজধানী ঢাকার।

১৭ আগস্ট ভর্তি হওয়া রোগীর মধ্যে ৭৭ জনই ঢাকার। ১৬ আগস্ট ভর্তি হওয়া রোগীর মধ্যে ১০৮ জনই রাজধানীর। এক কথায় রাজধানীর ৪৭টি হাসপাতালসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ৮০ শতাংশের বেশি ডেঙ্গু রোগী ঢাকার।