এমন প্রাণ ভরা আবেদনের শব্দগুলো প্রতিটা প্রেমিক প্রেমিকার হৃদয়ে। আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেয়া দিবস। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির।
সব প্রেম পূর্ণতা পায় না। কিছু কিছু বিচ্ছেদ যেন হয় যন্ত্রণা। আর বিচ্ছেদ মানেই রাগ, অভিমান কিংবা ঘৃণা। চলে যাওয়া মানুষটির প্রতি থাকে আক্ষেপ। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কমে যায় ভেতরের কষ্ট, যন্ত্রণা। কারণ অতীত স্মৃতি শুধু কষ্টের সৃষ্টি করে।