আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার খুলনায় যাচ্ছেন। বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। তার আগে ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
পুরো খুলনা জুড়ে উৎসবের আমেজ। ইতোমধ্যে নৌকা ও পদ্মা সেতুর আদলে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুনে গোটা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে নির্মিত হয়েছে গেট।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো নগরী নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। সবমিলিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত খুলনাবাসী।