বায়ু দূষণের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকার বাতাসের স্কোর ২০৪ নিয়ে খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকা।
আজ সকাল সাড়ে আটটার দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
আজ বিশ্বে বায়ুদূষণে ২৫০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়।
আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১১৫, রাজশাহীতে ১৬৮ আর খুলনায় ১৭৩। ঢাকা ও আশপাশের পাঁচ সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৫৩), মহাখালীর আইসিডিডিআরবির ভবন (২৫০), কল্যাণপুর (২৩৮) ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৩৮) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৫)।
যদি কোনো অঞ্চলে পরপর ৩ দিন ৩ ঘণ্টার বেশি সময় ধরে বাই রোমান ৩০০-এর বেশি থাকে বা দুর্যোগপূর্ণ থাকে, তবে সেই অঞ্চলে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা দরকার বলে মনে করেন পরিবেশবিদেরা।
ক্যাপসের গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরে ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯ দশমিক ৫৪। ২০২৪ সালের ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে। আর ২০২৩ সালের তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি।