কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের আরও ৮ লাখ টিকা দেশে আসছে আজ। অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার চতুর্থ চালান জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে ৭ লাখ ৮০ হাজার জাপানের উপহারের টিকা ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) জাপানে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, নতুন চালানসহ এ পর্যন্ত ২৪ লাখ টিকা বাংলাদেশকে দিলো জাপান। দেশটি কোভ্যাক্সের মাধ্যমে ৩০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার লাখ টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। শনিবার (২০ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের এ অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।