আজ জয়া আহসানের জন্মদিন

0
21
আজ জয়া আহসানের জন্মদিন
আজ জয়া আহসানের জন্মদিন

দুই বাংলার সফল ও জনপ্রিয় নায়িকা জয়া আহসানের আজ জন্মদিন। জমকালো গ্ল্যাম লুক, অভিনয়দক্ষতা দিয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি।

এক বছর বাড়ল নায়িকা জয়ার। তবে তাঁকে দেখে বোঝার কোন উপায় নেই বয়স বাড়ছে তার। কারণ এই সুন্দরী অভিনেত্রীর তারুণ্য এখনও উঁকি দিচ্ছে।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ জয়া আহসানের। প্রাতিষ্ঠানিক অভিনয়টা না শিখলেও পড়াশোনার পাশাপাশি নাচ-গান ও ছবি আঁকা শিখেছিলেন তিনি।

অভিনেত্রী হিসেবেই জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়েই। নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি।

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মার কালেকশন থেকে এই আউটফিটটি বেছে নিয়েছিলেন জয়া। এই ড্রেসের দাম ছিল ৮৯ হাজার ৫০০ ( ডিজাইনারের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী )।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’-এর মাধ্যমে গুণী এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক হয়। এরপর নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ সিনেমায় কাজ করেন তিনি।

প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। তবে ২০১১ সালে তানিম নূর পরিচালিত ‘ফিরে এসো বেহুলা’ এবং নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’-য় অভিনয় করে প্রশংসিত হন।

‘গেরিলা’ তাকে এনে দেয় সাফল্যের স্বাদ। এ সিনেমার জন্য জয়া ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

জয়ার অর্জনের ঝুঁলিতে রয়েছে এপার-ওপার বাংলার একঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলি সিনে পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন।