
আজ ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন। এটি চৈত্র মাসের শেষ দিন যা চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। আবার এটি বসন্ত ঋতুর শেষ দিন। আজকের দিনের পরের দিন সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-নতুন বাংলা বর্ষ ১৪৩২।
পুরানা সবকিছু ভুলে একটি নতুন ভোরের অপেক্ষায় বাঙালি। গ্রাম বাংলার নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। এই দিনকে ঘিরে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা বাংলা বছরের এই দিনটিকে পুণ্য দিন বলে মনে করেন। স্নান, দান, ব্রত ও উপবাসের মধ্যদিয়ে অন্যরকমভাবে এই দিনট পালন করেন তারা।
বছর বিদায়ের উৎসব পালন করেন ব্যবসায়ীরাও। পুরোনো সব হিসাব চুকিয়ে নতুন হালখাতা খোলার প্রস্তুতি নেয়া হয়। নতুন বছরের প্রথম দিনে হালখাতা খোলা হয়।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তির মেলার আয়োজন হয়। অনেক পরিবার এই উপলক্ষে মেয়ের জামাইকে আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। নতুন পোশাক পরিধানের রীতিও এই উৎসবের একটি অনন্য অংশ, যা বহুদিন ধরেই প্রচলিত।
চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আজ (রবিবার) সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘ব্যান্ড শো’র। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো।