আজ (সোমবার) চতুর্থ দিনেও ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিটের আসায় ভিড় করেছে সাধারণ মানুষ। আজ সকালে টিকিটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে। আজ দেওয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। আগামীকাল ৫ জুলাই অগ্রীম টিকিট বিক্রি শেষ হবে।
আজ যারা টিকিট পেয়েছেন তাদের অনেককেই অপেক্ষা করতে হয়েছে ৪৮ ঘণ্টা সময়।
এদিকে, কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটতে চরম ভোগান্তিতে পড়েছেন নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। সেখানে একটি মাত্র কাউন্টার থাকা। গত শুক্রবার ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ সোমবার চতুর্থ দিনেও নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকিটের জন্য কাউন্টার বাড়ানো হয়নি। স্টেশনে পুরুষদের জন্য নয়টি কাউন্টার রয়েছে।