আজ (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবার। বাছাই পর্বের দু’টি গ্রুপে রয়েছে আটটি দল। আর সুপার টুয়েলভেও দু’গ্রুপে আছে আটটি করে দল। তবে বাছাই পর্বে লড়াই শেষে দুটি করে চারটি দল যোগ দিবে তাদের সঙ্গে।
উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আল আমরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। অবশ্য এর আগেই বিশ্বকাপের পর্দা উঠে যাবে। স্বাগতিক ওমান বিকেল ৪টায় পাপুয়া নিউ গিনিকে আতিথেয়তা দেবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেজন্য বিশ্বকাপ সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরের শিরোপা জিতেছে পাঁচটি দল। এর মধ্যে দুবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি চ্যাম্পিয়ন দলগুলো হলো—ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত।
১. ২০০৭ সালে প্রথমবারের মতো হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন শহীদ আফ্রিদি। ১২ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাট হাতে ৯১ রান নেন তিনি।
২. দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিলকারাত্নে দিলশান। ৫২.৮৩ গড়ে ওই আসরে ৩১৭ রান করেছিলেন তিনি।
৩. ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় হন ইংল্যান্ডের কেভিন পিটারসন। ৬২ গড়ে ২৪৮ রান করেছিলেন ইংলিশ তারকা।
৪. চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে ২৪৯ রান ও বল হাতে ১১ উইকেট নেন তিনি।
৫. বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি। ওই টুর্নামেন্টে ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করেছিলেন ভারতীয় তারকা।
৬. সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন বিরাট কোহলি। ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করেছিলেন তিনি।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।