২০২১ সালের আইপিএলে নিলামের জন্য মোট ১০৯৭ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। আর বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের পরিচিত মুখ সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে মুখিয়ে থাকে ফ্রাঞ্চাইজিরা। এবার আইপিএলে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলা হয়নি এই অলরাউন্ডারের। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন আইপিএলে।
সবশেষ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৩তম আসরের নিলাম। ভারতীয় সময় বিকাল তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান।