আইএসের বোমা মারার হুমকির পরই ঢাকায় কড়া নিরাপত্তা: ডিএমপি

0
46
আইএসের বোমা মারার হুমকির পরই ঢাকায় কড়া নিরাপত্তা: ডিএমপি
আইএসের বোমা মারার হুমকির পরই ঢাকায় কড়া নিরাপত্তা: ডিএমপি

ইংরেজী বছরপূর্তি তথা নতুন বছর বরণ উদ্যাপন ঘিরে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের বোমা হামলার হুমকির প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ইসলামিক স্টেট বা আইএস থেকে গতরাতে (বৃহস্পতিবার রাতে) আমরা একটি হুমকির মেসেজ পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ২-এ রাজধানীতে ডিএমপির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর অনলাইনের।

ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের বছরপূর্তি ও ইংরেজী নববর্ষ উদ্যাপনকে ইসলামিক স্টেট বিধর্মীদের অনুষ্ঠান হিসেবে গণ্য করে। ফলে যে কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই দিনগুলোতে অনুষ্ঠান হলে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল তারা। এটি গ্লোবাল একটি হুমকি। আইএসের পক্ষ থেকে তাদের ফলোয়ারদের যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে হামলা করার আহ্বান ছিল।

ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি না এ হুমকি বাংলাদেশের জন্য তেমন গুরুত্ব পাবে। আপনারা জানেন, আমাদের এখানে আইএসের কোন ভিত্তি নেই। তারপরও তাদের মেসেজে দু-একজন যদি উৎসাহী হয়ে ‘লোন উল্ফ’ হিসেবে হামলা করে, সেই আশঙ্কা থেকেই আমরা ঢাকা শহরের নিরাপত্তা কড়াকড়ি করেছি।