অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্তত নিহত ৭

0
170
সড়ক দুর্ঘটনা
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান।

পুলিশ সুপার বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কী না তা এখনও নিশ্চিত জানা যায়নি।