
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস। ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর মাত্র চার দিনেই ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পাশাপাশি সারা পৃথিবী থেকে ছবির ঝুলিতে এসেছে ১০০ কোটি টাকার বেশি।
সিনেমা প্রেমী দর্শকের জন্য সুখবর হল ছবিটি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে। তাহলে আগামী বছর জানুয়ারি মাসের মাঝমাঝি নাগাদই ওটিটি মুক্তি পেতে পারে ‘অ্যানিম্যাল’।
আরও পড়ুনঃ ভারতে সিনেমাহল খোলার ঘোষণা সালমান খানের
ছবি মুক্তির মাত্র কয়েক দিন আগে জানা গিয়েছিল, ‘অ্যানিম্যাল’কে ‘এ’ শংসাপত্র দিয়েছে সেন্সর বোর্ড। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক ছাড়া অন্যান্য বয়সের দর্শকের ক্ষেত্রে রণবীর কপূর ও রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবি দেখার ছাড়পত্র মিলবে না।
রণবীর ও রশ্মিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড। তবে ওটিটিতে ছবিটি মুক্তি পেলে বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলো দেখা যাবে মূল ছবির সঙ্গে।