“অতিমারীর প্রভাব অধিক থাকা স্বত্বেও দর্শক শূন্য আসনেই হবে টোকিও অলিম্পিক। এই সিদ্ধান্ত নিল জাপান প্রশাসন। গত বৃহস্পতিবার (৮ জুলাই) এই ঘোষণা করল জাপানের সরকার।”
২০২০ সালের ২৪ জুলাই গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিওতে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল যে ২০২১ সালের ২৩ জুলাইথেকে শুরু হবে গেম।
অলিম্পিক খেলা চলাকালীন টোকিও শহরে জারি থাকবে কারফিউ। ২৩ জুলাই থেকে আগস্ট ৮ পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা। এতবড় প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে জাপান প্রশাসনের এই সিদ্ধান্ত স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা বলেন করোনা ভাইরাসের ডেল্টা প্রকরনের জন্য দ্রুত ছড়াচ্ছে করোনা। সেই কারণেই টোকিওকে বিচ্ছিন্ন করে রাখা বিশেষ প্রয়োজন বলে জানান তিনি।