দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়। বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বয়সজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়।
অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি তাকে। আপাতত পরীক্ষা-নীরিক্ষা চলছে। সঠিকভাবে কী হয়েছে প্রবীণ নায়িকার তা জানাননি চিকিৎসকরা। আপাতত দিন কয়েক হাসপাতালে ভর্তি থাকবেন তিনি।
বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। মাত্র ১৬ বছর বয়সে রুপালী জগতে পা রাখেন সন্ধ্যা রায়। তার প্রথম সিনেমা ‘মামলার ফল’ (১৯৫৭)।
অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনও চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে। সন্ধ্যা রায়ের অন্যতম চর্চিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’।