অভিনেত্রী নিমরতের সঙ্গে ‘প্রেম’! বিয়ে নিয়ে কী বললেন শাস্ত্রী?

0
24
রবি শাস্ত্রী ও নিমরত
রবি শাস্ত্রী ও নিমরত

অনেক আগে থেকেই বলিউড আর ক্রিকেটের সম্পর্ক। এই দুই অঙ্গনের তারকাদের প্রেম-পরিণয় বহুবার সামনে এসেছে। অনেক বলিউড সুন্দরীদের প্রেমে মজেছেন ক্রিকেট দুনিয়ার তারকারা। কখনও সেই সম্পর্ক পরিণতি পেয়েছে, কখনও পায়নি।

এখন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে নিয়ে জোর গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে তার প্রেমের কথা। যদিও দু’জনের কেউই সে কথা স্বীকার করেননি। তবে ইতিমধ্যেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে।

এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। সরাসরি কোনও উত্তর দেননি তিনি, উল্টে বিরক্ত হয়ে যান সাংবাদিকদের উপর। মেজাজ হারিয়ে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বছর ৫৯-এর এই তারকা।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে নিমরত-শাস্ত্রীর প্রেমকাহিনির গুঞ্জন চলে আসছে। এমনকি তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। এর আগে, পতৌদি-শর্মিলা হোক কিংবা আজাহারউদ্দিন-সঙ্গীতা, বর্তমানে বিরাট-আনুশকার মতো অনেকেই গাঁটছড়া বেঁধেছেন।